শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

লংগদুতে অবৈধ জাল জব্দ; ৪জনকে অর্থদন্ড প্রদান

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২৩ ০১:২৮:৫৯ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৯:১৭:৫৮  |  ৩৯৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।ভ্রাম্যমান আদালতের অভিযানে রাঙামাটির লংগদুতে ৩৩৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং চারজন বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে

 

শনিবার (২১ অক্টোবর) বৃহত্তর মাইনীমূখ বাজারে অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম

 

সাপ্তাহিক হাটের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন দোকানিরা। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় জাল বিক্রেতা মো. ফারুক মিয়া, রুহুল আমিন, মো. আব্দুল গনি রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা  সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা আর্থিক জরিমনা করেন

 

এবিষয়ে উপজেলা নির্বাহী  কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালসহ সকল প্রকার বেআইনি কর্মকান্ড বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে, মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলমান থাকবে

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, এসআই আব্দুল জব্বার, মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions