চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।ভ্রাম্যমান আদালতের অভিযানে রাঙামাটির লংগদুতে ৩৩৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং চারজন বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বৃহত্তর মাইনীমূখ বাজারে এ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সাপ্তাহিক হাটের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন দোকানিরা। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় জাল বিক্রেতা মো. ফারুক মিয়া, রুহুল আমিন, মো. আব্দুল গনি ও রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা আর্থিক জরিমনা করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালসহ সকল প্রকার বেআইনি কর্মকান্ড বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে, মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, এসআই আব্দুল জব্বার, মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ।