চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশের হিন্দুরা এখনো নিপীড়ন নির্যাতনের শিকার। গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এগুলো উদ্ধারে মামলা ও ভোগ দখল করতে পারছেন না। হিন্দু মা বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানীর শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দুখল লুটপাট ও ভাংচুর চালানো হচ্ছে। এটি এখনো অব্যাহত আছে।
শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফিডারেশন রাঙামাটি জেলা কমিটির আত্ম প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা।
সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশন নেতারা বলেন, কোনদিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তারা অধিকার থেকে বঞ্চিত। তাদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভূগেন। সম্প্রতি যে দুর্গাপুজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাংচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।
হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করলেও এখানে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ি। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোন কিছু করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহবায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্য সচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমূখ।