চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় রাঙামাটির লংগদুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাইনীমূখ আর্মি ক্যাম্পে জোনের দায়িত্বপূর্ণ এলাকার মাইনীমুখ ইউপির মন্দির টিলার শ্রী শ্রী হরি মন্দির, তিনটিলা এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির, জালিয়াপাড়ার শ্রী শ্রী শিব মন্দির ও বাঘাইছড়ি উপজেলা দূরছড়ি এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছে লংগদু জোন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)।
এসময় জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ সহ পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।