চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর বুধবার সংযোগ সচল করেছে বিদ্যুৎ বিভাগ। এতে করে বুধবার ভোর থেকেই শহরে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
রাঙামাটি শহরে পানি সরবরাহ ব্যবস্থা সচল হতে শুরু হওয়ায় সুপেয় ও ব্যবহার্য পানি পেয়ে দুর্ভোগ কমছে শহরবাসীর। বিপিডিবি জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বকেয়া টাকা পরিশোধের 'কমিটমেন্টের' ওপর বিচ্ছিন্ন সংযোগ পুনরায় সচল করেছে বিপিডিবি রাঙ্গামাটির বিতরণ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, বুধবার ভোর চারটা থেকে রাঙামাটি শহরে পানি সরবরাহ শুরু হয়েছে। এখনো সব এলাকায় পানি সরবরাহ দেওয়া না গেলেও আমরা ধাপে ধাপে সব এলাকায় পানি সরবরাহ করবো। একসঙ্গে যাতে করে সব এলাকায় পানি সরবরাহ করা যায় এমন একটি প্রকল্পের কাজ সামনে শুরু হবে।
পরাগ বড়ুয়া আরও বলেন, 'রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান স্যারও বকেয়া টাকা পরিশোধের বিষয়টি দেখছেন। পুরনো বকেয়া টাকা কমিয়ে আনতে থোক বরাদ্দ থেকে কিছু টাকা দেওয়া হবে। আগামীতে বকেয়া টাকা যেন না বাড়ে আমরা সে ব্যবস্থা গ্রহণ করব।'
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাঙামাটি বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন বলেন, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সচল করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল আমাদের একটি কমিটমেন্ট দিয়েছে বকেয়া টাকার থেকে ১০ লাখ টাকা দেবেন। সেটির ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
এর আগে, গত রোববার (১৫ অক্টোবর) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বিপিডিবি রাঙ্গামাটি বিতরণ বিভাগ।
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি রাঙামাটিতে তিনটি গ্রাহক ক্যাটাগরিতে পৌর এলাকায় পানি সরবরাহ করে। প্রাইভেট ক্যাটাগরিতে রয়েছে বিভিন্ন দোকান ও বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি ক্যাটাগরিতে রয়েছে বিভিন্ন সরকারি অফিস ও অফিসের স্টাফ কোয়ার্টার। আর তৃতীয় ক্যাটাগরি হলো আবাসিক খাত। জেলা শহরে জনস্বাস্থ্যের চার হাজার ৩৫৮টি বৈধ সংযোগ রয়েছে।
ডিপিএইচইর হিসাব বলছে, গ্রাহকদের কাছে তাদের পানির বিল বকেয়া চার কোটি টাকারও বেশি। অন্যদিকে ডিপিএইচইর কাছে সাড়ে চার কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পায় বিপিডিবি। এ হিসাব অনুযায়ী পাওনার চেয়ে দেনা বেশি আছে জনস্বাস্থ্য প্রকৌশলের।