শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

পানছড়িতে ছুরিকাঘাতে ২জন আহত

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০১৮ ০১:৪৭:১০ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৭:৩৯  |  ১২৩৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় পানছড়ির দমদম এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের কেন ছুরিকাঘাত করা হয়েছে তার কারণ জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পানছড়ি ইউনিয়নের দমদম এলাকার খোরশেদ আলম নয়নের ছেলে মো: সাগরকে মারধর করে একই এলাকার ভুট্টো। সাগরকে উদ্ধার করতে তার মামা জাকির হোসেন এগিয়ে আসলে ভুট্টো তাকে ছুরিকাঘাত করে। এসময় পাশে থাকা আব্দুল লতিফকেও ছুরিকাঘাত করে ভুটো।
স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসলে ভুট্টো পালিয়ে যায়। দমদম এলাকার আব্দুস ছোবাহানের ছেলে ভুটোর বিরুদ্ধে এলাকায় মাদকসেবনের অভিযোগ রয়েছে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দু'জনের শরীরের বিভিন্ন অংশে ছুরি আঘাতের চিহ্ন রয়েছে।
পানছড়ি থানার অফিসার ইন-চার্জ মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions