রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৩ ০৩:৪০:২০ | আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৮:৫২  |  ৬১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প ” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের আয়োজনে বান্দরবান সদর উপজেলার বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এই শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

এসময়  বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আলম এর সঞ্চালনায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কাযালয়ের সহকারি পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া ।
এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র কনসালটেন্ড দীপঙ্কর তংচঙ্গা।

প্রশিক্ষণের মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কাযালয়ের সহকারি পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী।

এসময় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং শব্দ দূষণের কারণ সম্পর্কে আলোচনা করেন বক্তারা। শব্দ দূষণ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকগণ। প্রশিক্ষণ কর্মসুচীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা,ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions