চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)।সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে তিন দিন ব্যাপী বাঘাইছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘাইছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:অভিমান্যু চন্দ্র , রুপকারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি,দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তৃতীয় স্থান অর্জন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। এ সময় অতিথিগন বিজয়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।