চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমার সভাপতিত্বে ইউপি সচিব অনিল কুমার চাকমা ধারা চঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য সুমিতা চাকমা, ওয়ার্ড সদস্য উত্তম কুমার চাকমা প্রমূখ।
এদিকে "সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে - উদ্ভাবনে স্থানীয় সরকার" প্রতিপাদ্যকে সামনে রেখে দুমদুম্যা ইউনিয়ন পরিষদের দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দুমদুম্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য বকুল বালা চাকমা, সাপনেম পাংখোয়া, ওয়ার্ড সদস্য কালা চোখা তঞ্চঙ্গ্যা, সচিব অতুল চাকমা, স্থানীয় কার্বারী রনজিৎ চাকমা প্রমূখ। একই প্রতিপাদ্যে বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সভাপতিত্ব করেন।