মঙ্গলবার | ১৫ অক্টোবর, ২০২৪
মহালছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিএনপি-জামাত চক্র বিদেশি হস্তক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চক্রান্ত করছে

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪০:০২ | আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ ০৪:০২:৪৪  |  ৫৩৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশের মানুষ সরকার প্রধান শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে মানুষের জান-মাল ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশিদের হস্থক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান

 

তিনি শনিবার বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়া লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া মংক্যচিং চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম জব্বার এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ' সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, জেলা আওয়ামীলীগ' যুব ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, আওয়ামীলীগ' মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগ' সা. সম্পাদক শাহিনা আকতার, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ' সাবেক সভাপতি নিলোৎপল খীসা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ' সা. সম্পাদক বিজয় কুমার দেব বক্তব্য রাখেন

 

এর আগে প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ২৫ কোটি টাকা ব্যয়ে চেঙ্গী নদীর ওপর নির্মিত ৯৬ ফুট দীর্ঘ গার্ডার ব্রীজ, মহালছড়ি সরকারি কলেজ' চারতলা আইসিটি ভবন, সাত () কিলোমিটার দীর্ঘ দুটিপাকা সড়কসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions