সোমবার | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

লংগদুতে দুইদিনের বজ্রপাতে মারা গেলো ৫ গরু

প্রকাশঃ ০৩ জুন, ২০২৩ ০৮:৪৭:১০ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৩:৪৮  |  ৫০৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে গত দুদিনের ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হয়েছে। এতে করে প্রাণ হারিয়েছে ৫টি গবাদিপশু

 

শনিবার ( জুন) সন্ধ্যা ৬টার দিকে বগাচতর ইউপির রাঙ্গীপাড়া এলাকায় ঝড়ো হাওয়া প্রচুর বজ্রপাত হলে ফরিদ কবিরের বাড়িতে তামাক ঘরের উপর বজ্রপাত পড়ে ঘরে বাঁধা একটি গরু মারা যায় এবং তামাক ঘরেরও ক্ষয়ক্ষতি হয়

 

প্রতিবেশী এডভোকেট আব্দুর রাজ্জাক জানান, মাগরিবের নামাজ পড়ার পরপরই যে বৃষ্টিপাত শুরু হয়, তখনি বিকট শব্দে হয়ে বজ্রপাত হয়। তাৎক্ষণিক ঘরে বাধা থাকা একটি গরু মারা যায়। গরুটি অন্য আরেকজনের কাছ থেকে বর্গা নিয়ে পরিবারের দুঃখ কষ্ট দূর করতে লালন পালন করছিলেন তিনি। এমন আকস্মিক দুর্ঘটনায় হতভম্ব পরিবারটি

 

প্রসঙ্গত, গত ৩১ মে বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বাশারের ৪টি গরু একসঙ্গে বজ্রপাতে মারা যায়, একই ইউনিয়নের এদিনে তাজুল মেম্বারের রান্না ঘরে বজ্রপাত হয়ে সৌরবিদ্যুতের সোলার প্যানেল নষ্ট হয়ে যায়

 

সচেতন নাগরিকরা বলছে, বজ্রপাত থেকে বাঁচতে হলে প্রাকৃতিক পরিবেশ বুঝে যত দ্রুত সম্ভব ঘরে অবস্থান করতে হবে। গবাদিপশুর জন্য আলাদা করে ঘর তৈরী করতে হবে। সচেতনতাই ক্ষতি কমাতে পারে বলে জানান

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions