বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে হত্যা মামলায় বাবাসহ ৬ ছেলের যাবজ্জীবন

প্রকাশঃ ২৯ মে, ২০২৩ ০৩:৪৪:০০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:৩৪:৫১  |  ৫৮৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে ভূমি বিরোধের জেরে কুপিয়ে নুরুল হক ওরফে হকি কোম্পানী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় বাবাসহ ছেলের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন রায় দেন

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকী সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।  

 

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions