শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

মাটিরাঙ্গায় ৩ মাদ্রাসার ছাত্র নিখোঁজ,থানায় জিডি

প্রকাশঃ ১৫ মে, ২০২৩ ১২:১৮:০৭ | আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৮:৫০  |  ৫৪৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩ মাদ্রাসার ছাত্র ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১১মে ) বিকালে উপজেলার বর্ণাল ইউনিয়নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসা হতে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলো চাঁদ পুরের মৃত কামরুজ্জামানের ছেলে তরিকুল ইসলাম (১৪), মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের সৌদি প্রবাসি আমির হোসেনের ছেলে মনসুর আলম মাসুম (১২) এবং শান্তিপুরের আমির হোসেনের (নাইট গার্ড) ছেলে আবুল কালাম (১৪)।

মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মোবাইল ফোনে জানান, ১১মে আসরের নামাজের পর থেকে তাদের কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ছাত্রদের না পেয়ে অকিভাবকদের কে অবগত করেছি।

ছাত্র অবিভাবক আবুল বসর জানান, ১১মে বুহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে জানিয়েছেন আমার ভাতিজা মাসুম কে খুঁজে পাচ্ছে না। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

৩নং বর্ণাল ইউনিয়ন চেয়ারম্যান ইলয়াছ হোসেন জানান, ছাত্রদের নিখোঁজের ব্যাপারে অবগত আছি । ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গেছে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, নিখোঁজের ঘটনায় মাটিরাঙ্গা থানায় তিনটি পৃথক জিডি হয়েছে। নিয়মানুযায়ী পুলিশের বিভিন্ন দপ্তরে ম্যাসেজ দেয়া হয়েছে। ছাত্রদের সন্ধানে পুলিশ কাজ কাজ করছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions