শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীছড়িতে নব্যমুখোশ সদস্যর দ্বারা এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ ১২ মে, ২০২৩ ০৩:০৩:৩৩ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৯:২০  |  ৯০৪

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে  নব্য মুখোশবাহিনী সদস্য সুজন চাকমা (দুর্জয়) কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

আজ শুক্রবার (১২ মে ২০২৩) হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অবিলম্বে সুজনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, গত বছরের ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়াতে এই একই নব্য মুখোশ বাহিনীর চারজন সদস্য পিন্টু, সাধু, মিশন ও জ্যাকসন এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করেনি। বরং ধর্ষকরা এখনও একই জায়গায় প্রশাসনের নাকের ডগায় বিভিন্ন অপরাধমূলক কাজ করেই যাচ্ছে।

বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষণে জড়িত নব্যমুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমাসহ পিন্টু, জ্যাকশন, সাধু, মিশন চাকমাদের গ্রেফতাপূবর্ক বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ মে ২০২৩ রাত ১১ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ধন্যেকুমার চাকমার ছেলে নব্য মুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমা এক এসএসসি পরীক্ষার্থীকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জানা যায়, ভিক্টিমের পরিবার এখনও মুখোশ দুর্বত্তদের হুমকির কারণে ভয়ে মামলা করতে পারেনি।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions