শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশঃ ০৫ মে, ২০২৩ ০৩:৪৬:০১ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩২:৩৯  |  ৫৬৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে শান্তি পরিবহণ মোটরসাইকেলের সংঘর্ষে অংথইগ্য মারমা মনা (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে মানিকছড়ি উপজেলা সদরের রাজপাড়া এলাকার রুইঅং মারমা হ্লাক্রই মারমা দম্পতির ছেলে। তিনি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী

 

পুলিশ স্থানীয় সূত্রে যানা যায়, হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে গুইমারা থেকে মানিকছড়িগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা শান্তি পরিবহণের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা অংথইগ্য মারমা মনা মোটরসাইকেল চালক উচিনু মারমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহত দুজনার মধ্যে অংথইগ্য মারমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চমেকে নেয়ার পথে আনুমানিক সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়ার কার্বারি চাইলাপ্রু মারমা

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা ওসি রাজিব চন্দ্র কর বলেন, হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে শান্তি পরিবহণ মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত শান্তি পরিবহণ মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তি আইনী কার্যক্রম পক্রিয়াধীন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions