রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, ভালো নেই পশুপাখিও

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৩ ০১:৫৪:০৯ | আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২২:২৮  |  ৫৯১
দেশের অন্যান্যো জেলার ন্যয় রাঙামাটিতেও টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন। প্রচন্ড এই গরমে ভালো নেই এখানকার পশুপাখিও। চরম কষ্টে আছে তারা। তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে এখন সারাক্ষণ পানিতেই সময় কাটাচ্ছে বেশিরভাগ প্রাণী। খরতাপে পাখিদের মধ্যেও বেড়েছে চরম অস্বস্থি। বাড়তে থাকা খরতাপে দেখা দিচ্ছে পানিশূন্যতা। গরমে রাস্তাঘাঠ ও গৃহপালিত প্রাণীগুলোও শুধু হাঁপাতে দেখা যাচ্ছে। অনেকের খাবার গ্রহণে দেখা দিচ্ছে অনীহা। এই প্রচন্ড রোদ আর গরমে জমে থাকা পানিতে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে কয়েকটি শালিক পাখি। ছবিটি শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা।

ছবি ও প্রতিবেদন  লিটন শীল।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions