রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৩ ০১:৫২:২০ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৮:৪১  |  ৪০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সারাদেশের মত পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকালে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলায় মোট ৬ হাজার ৫শত ২৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

প্রশাসনের তথ্যমতে, এবারে বান্দরবান জেলায় ৭টি উপজেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে গিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে।

প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষা শুরুর প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রগুলোর সামনে অভিভাবদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।



বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions