রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

তুমব্রু সীমান্ত থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করলো বিজিবি

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৩ ১১:৫৮:১০ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৭:০৩  |  ৪৪৪

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু  সীমান্ত এলাকা থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে

 

বিজিবির এক প্রেস বার্তায় জানা যায়বর্তমান সরকারের সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি' গোয়েন্দা তৎপরতা অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি' কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়েছে। 

 

২৪ এপ্রিল সকালে বিজিবি' কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপি' সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে  মায়ানমার হতে বাংলাদেশে এনে বিক্রয় করবে। উক্ত তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল তুমব্রু পশ্চিমকুল এলাকার  মোঃ ইউনুস এর ঘের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।  জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ,১০,৭৪,৫৯২/- (দুই কোটি দশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত বিরানব্বই) টাকা

 

এব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী          

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions