বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ৪ ট্রাক কাঠ জব্দ

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২৩ ০৪:৫৩:১৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:১৪:২৩  |  ৫০৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ৪ ট্রাক কাঠ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের অনিল কুমার পাড়ায় অভিযান চালিয়ে এ সব কাঠ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

৩২ বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সকালে পানছড়ির কানুনগো পাড়া ও মুসলিম পাড়া থেকে অবৈধ ভাবে ৪ ট্রাক কাঠ আসার খবর পায় ৩২ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের অনিল কুমার পাড়ায় অভিযান চালিয়ে কাঠ জব্দ করা হয়। অভিযানে ১ হাজার ৯ শ ৬০ ঘনফুট সেগুন, গর্জন, গামারী, কড়াই, জাম ও চাপালিশ কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।  

জব্দকৃত কাঠ খাগড়াছড়ি বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের চিহ্নিত করে আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে।   


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions