বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দীঘিনালার পোমাং পাড়া থেকে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মরদেহ উদ্ধার করে। নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পাচকের কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, গতরাতে পোমাং পাড়া এলাকায় সম্মিলিত পাহারা দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় স্বর্ণ। রাত ২ টার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে রাস্তার উপর মরদেহ পড়ে থাকতে দেখে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড করে থাকতে পারে। এ ঘটনায় মামলা হচ্ছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।