শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ১জন নিহত

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৪ ০৩:৩৪:৩১ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৭:০২:১৪  |  ৬১৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দীঘিনালার পোমাং পাড়া থেকে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মরদেহ উদ্ধার করে। নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পাচকের কাজ করতেন। 

 

পরিবারের সদস্যরা জানান, গতরাতে পোমাং পাড়া এলাকায় সম্মিলিত পাহারা দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় স্বর্ণ। রাত টার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে রাস্তার উপর মরদেহ পড়ে থাকতে দেখে। 

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসিমুহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ড করে থাকতে পারে। ঘটনায় মামলা হচ্ছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions