সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
জানা যায়, আজ ৪ঠা মার্চ শনিবার বেলা ২.৩০মিঃ সময় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোড় ঘুরতেই কাকড়াছড়ি থেকে আসা চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় শিকার হন শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মোঃ রবি হোসেনের বড় ছেলে নিহত আরিফ( ২৭) । সাথে থাকা একজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নুরুল আমিন।
এদিকে মোটর সাইকেল ধাক্কা দেয়া চাঁদের গাড়িটি নিয়ে ড্রাইভার পালিয়েছে।