রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
রাঙামাটিতে স্বেচ্চাসেবকলীগের তৃণমুল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ০২ মার্চ, ২০২৩ ০৯:৩০:৫৬ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৫:৩৫  |  ৫৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি স্বাধীনতার বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে উল্লেখ করে বলেন. এদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র  এখনো অব্যাহত রয়েছে। গত ১৪ বছরে দেশ অনেকদুর এগিয়ে গেলেও জামাত বিএনপি দেশকে পিছিয়ে নিতে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। 

আজ বৃহস্পতিবার (০২মার্চ) বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, সামনে নির্বাচন, আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘরে বসে বিজয় নিশ্চিত করা যাবে না। এইজন্য আমাদের তৃণমূল পর্যায়ে শক্তিশালী হতে হবে।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।  বিশেষ বক্তা ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম, তালুকদার মো. জোবায়ের আহম্মেদ (টিপু)।

এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আবারো দীপংকর তালুকদারের বিকল্প নেই, এর বাইরে আমরা কোন হাইব্রীড নেতা পছন্দ করি না। দীপংকর দলের জন্য নিবেদিত প্রাণ বাকি সব ভুয়া।

জেলার ১০টি উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতৃবৃন্দ প্রতিনিধি সভায় অংশ নেন।

সভা শেষে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions