রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে রোভার স্কাউটের সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০২ মার্চ, ২০২৩ ০৪:৩৫:৫৬ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০২:২৪:৫৬  |  ৫৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা স্কাউটের বার্ষিক সাধারন সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এতে জেলা অতিরিক্ত প্রশাসক,  অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রোভার লিডারগন, কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আলোচকরা রোভার স্কাউটের বার্ষিক কার্যক্রম, যে সব কলেজে রোভার স্কাউট দল নেই সে সব কলেজে রোভার স্কাউট দল গঠন করা এবং রোভারের কার্যক্রমকে আরো গতিশীল করতে আলোচনা করেন। 

এসময় জেলা প্রশাসক বলেন, পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগ দু:সময়েগুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে রোভার স্কাউটের সদস্যরা, তারা মানুষকে সচেতন করাসহ তাদের পাশে থেকে অনন্য নজির স্থাপন করেছে। এর কারণে ২০১৭ সনের পরে বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটেনি।
আলোচনা সভা শেষে নুরুল আবছারকে পুনরায় সাধারন সম্পাদক ও সুইডিশ পলিটেকনিক ইনষ্টিটিউপের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারকে কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions