রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

বিলাইছড়িতে নিখোঁজ আলোমতি চাকমা খোঁজ চায় তার পরিবার

প্রকাশঃ ০১ মার্চ, ২০২৩ ০৭:২৯:৩৯ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৩:৩২:৫০  |  ১৯৫৯
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)।রাঙামাটির বিলাইছড়িতে আলোমতি চাকমা নামে এক মহিলা (নারী)  বাজার এলাকা হতে নিখোঁজ হয়েছে  বলে জানান তার স্বামী অমর চাকমা ও কার্বারি থুইপ্রু মার্মা ( আকাশ)।  তারা আরো জানান, গত রোববার  ঘর থেকে বাজারে দিকে আসলে আর বাড়ীতে ফিরে আসেনি, অনেক খোঁজা খুঁজির পর  আর তাকে পাওয়া যায়নি।

পরে তার স্বামী অমর বিকাশ চাকমা গত রোববার সন্ধ্যায় সময়ে  বিলাইছড়ি  থানায়  একটি জিডি করেন। যার জিডি নং- ৮৭০ -২৭/২/২০২৩ খ্রীঃ।

এবিষয়ে অমর বিকাশ চাকমা সঙ্গে  কথা হলে তিনি আরো জানান, তার স্ত্রীর বয়স ৩৪ বছর এবং যার আইড নং- ৮৪১২৯২৩৪৩৩৯৪১। তাদের ২ সন্তান রয়েছে এক ছেলে ও এক মেয়ে। এবং তারা  ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজধন ছড়ার বাসিন্দা বলে জানা গেছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে ০১৮৬৬১৪৯৯১৮,০১৬৩২৫৫৯৮২০ নম্বরে যোগাযোগ করার আহবান জানানো হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions