সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সেনা রিজিয়ন দপ্তরে অসহায় ও দুস্থদের মাঝে রাঙামাটি সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে: কর্ণেল আশিকুর রহমান পিএসসি মানবিক সহায়তা বিতরণ করেন। এসময় মেজর খায়রুল হাসান ও মেজর পারভেজ রহমান পিএসসি উপস্থিত ছিলেন।
এসময় ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারন মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। পাহাড়ের উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, অন্যথায় সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে। তিনি শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে ১২জন অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।