শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫
রাঙামাটিতে

১০-১২ তিনদিনব্যাপী বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান উৎসব অনুষ্ঠিত হবে

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৮:৪২ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৬:৫৫  |  ১২৩৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সকল সম্প্রদায়ের সামাজিক সংগঠন, ক্লাব, সমিতি সুশীল সমাজ নিয়ে আজ রোববার রাঙামাটি শহরের নিউ মার্কেট আশিকা কনভেনশন হলে বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান - ২০২৩ উদযাপন কমিটির উদ্যোগে  পার্বত্য চট্টগ্রামে আসন্ন বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান - ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়

 

সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি রঞ্জন চাকমা (অবঃ উপ-সচিব)

 

আলোচনায় অংশগ্রহণ করেন স্টীম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেরে অধ্যক্ষ অবঃ প্রকোশলী কিরন বিকাশ চাকমা, অবঃ প্রকোশলী মোহিনী রঞ্জন চাকমা, অবঃ সরকারি কর্মকর্তা ইন্দুলাল চাকমা, বিশিষ্ট ঠিকাদার যতীন বিহারী চাকমা, উদযাপন কমিটির সমন্বয়ক বিজয় কেতন চাকমা, উদযাপন কমিটির সদস্য সচিব  ইন্টুমনি তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক অবঃ উপ সচিব প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ

 

উক্ত মতবিনিময় সভায় আরো অংশগ্রহণ করেন  প্রসন্ন কুমার চাকমা,  ইন্দ্রদত্ত তালুকদার, শুক্র কুমার চাকমা, নবাশীষ চাকমা,  প্রনব চাকমা,  নগেন্দ্র চাকমা, শ্রীমতি সচিনা চাকমা,  সাগর ত্রিপুরা, শ্রীমতি ইতি চাকমা,  পরিতোষ তালুকদার, শ্রীমতি ম্রানুচিং মারমা,  টিকেল চাকমা,  উথোয়াই মং মারমা,  মিলন কান্তি চাকমা,  ধর্মকীর্তি চাকমা,  ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা, জিকু চাকমা ও রিতিশ চাকমা।

 

মতবিনিময় সভায় বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়। রাঙামাটি শহরের সকল ক্লাব, সমিতি, সামাজিক সংগঠন সং¯থাগুলোকে নিজ নিজ সম্প্রদায়ের পোশাক সংস্কৃতি-ঐতিহ্যের লালন সহকারে ব্যানার-পেস্টুন নিয়ে আয়োজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়

 

এতে ১০, ১১, ১২ এপ্রিল, ২০২৩ইং তিনদিন ব্যাপী অনুষ্ঠানসূচী প্রণয়ন করা হয়অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন সংস্থা, বিত্তবান ব্যবসায়ী সম্প্রদায়ের নিকট এগিয়ে আসার আহ্বান করা হয়

 

বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান - ২০২৩ উদযাপন উপলক্ষে ১০, ১১ ১২ এপ্রিল-২০২৩খ্রি. ০৩(তিন) দিন ব্যাপী অনুষ্ঠান সূচী নিম্নরুপ:

 

১০ এপ্রিল ২০২৩, সোমবার

জমায়েত : সকাল : ০০ ঘটিকা,

উদ্ভোধনী অনুষ্ঠান - সকাল :৩০ ঘটিকা

স্থান : রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন, রাঙামাটি

র‌্যালী - সকাল ১১:৩০ ঘটিকা

পৌরসভা প্রাঙ্গন- শিল্পকলা একাডেমী, রাঙামাটি

চিত্রাঙ্কন প্রতিযোগিতা- বিকাল :টা

আলোচনা সভা পুরস্কার বিতরণ- সন্ধ্যা :০০ ঘটিকা

স্থানঃ রাঙামাটি শিল্পকলা একাডেমী, রাঙামাটি

 

১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

আদিবাসী জুম্ম খেলাধুলা- সকাল ১০:টা

বলি খেলা- বিকাল :টা

সাংস্কৃতিক অনুষ্ঠান- সন্ধ্যা ৬টা

স্থানঃ রাঙামাটি মারী স্টেডিয়াম, রাঙ্গামাটি

 

১২ এপ্রিল ২০২৩, বুধবার

ফুল নিবেদন অনুষ্ঠান- সকাল :৩০ ঘটিকা

জমায়েত : রাজবন বিহার স্বর্গঘর

ফুল নিবেদন স্থান : রাজবন বিহার পূর্বঘাট

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions