সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যেগে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুারী শনিবার দিনব্যাপী সাংগঠনিক কর্মশালায় উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায়
প্রশিক্ষক হিসেবে ছিলেন উদীচী
কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার। উদীচী
জেলা সংসদের কোষাধ্যক্ষ সুজন
বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো উপস্থিত
ছিলেন, সহ-সভাপতি এম
জিসান বখতেয়ার,সাধারণ সম্পাদক বিজয়
ধর, সুকুমার
বড়ুয়া, আশীষ বড়ুয়া।
রাঙামাটির
স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন
সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের
মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এরপর
উদীচীর সংগঠন সঙ্গীত “আরশির
সামনে একা একা দাঁড়িয়ে”
পরিবশেন করেন জেলা সংসদের শিল্পীরা। কর্মশালায়
অংশগ্রহণকারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কর্মশালা
।
কর্মশালায় বক্তারা বলেন, সংস্কৃতিবান হওয়ার মধ্যে রয়েছে মানবিক বোধের জাগরণ, মনুষ্যধর্মের নিরবচ্ছিন্ন বিকাশ সাধন।
কর্মশালায় রাঙামাটি উদীচীর বিভিন্ন শাখার
প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী
অংশগ্রহণ করেন।
কর্মশালায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, ডা: রঞ্জিত
নাথ, আশীষ চৌধুরী।