শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে বিএনপির পদযাত্রায় সরকারের পদত্যাগ দাবি

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৬:৪৩ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০২:১৩:২৯  |  ৫৬৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে পদযাত্রা করেছে বিএনপি


শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে বিশাল পদযাত্রাটি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে হাসপাতাল গেট এলাকায় সমাবেশ করে

সমাবেশে মীর মো. নাসির উদ্দিন বলেন, জনগণের এখন একটাই দাবি অবৈধ সংসদ বাতিল, গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অন্যথায় পালানোর পথ খুজে পাবে না


সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


এর আগে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিল্লাত চত্বরে সমবেত হয়

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions