কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর বটতলায় সেনা অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল সরঞ্জামসহ মগপার্টির ৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে সিন্দুকছড়ি সেনা জোনের সদস্যদের অভিযান পরিচালনা করেন।
এ সময় কাঞ্চননগর এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে ৪ টি মর্টার, ১ টি একে ৪৭, ১ টি এম ১, ১ টি এলজি লং ব্যারেল, পয়েন্ট টুটু রাইফেল ১ টি, চায়না পিস্তল ১টি, এলজি শর্ট ব্যারেল ১ টিসহ ৬৭ রাউন্ড গুলি ভারতীয় মুদ্রা, ও মাইন তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত ৫ জনের নাম জানা যায়নি। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।