সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় ঘরে আগুন লেগে আগুনে দগ্ধ হয়ে মোঃ আবু তাহের(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত থাকায় ঘর হতে বের হতে পারেননি বলে জানায় তাঁর পরিবারের সদস্যরা।
বুধবার রাত ১ টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া।
আগুন লাগার সময় তাঁর স্ত্রী এবং ছেলেমেয়েরা পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর আত্মীয় বাড়ীতে ছিলেন বলে জানান ইউপি সদস্য স্বপন বড়ুয়া।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘর পুরাটি ভস্মিভূত হয় এবং ঐ বৃদ্ধা আগুন পুড়ে দগ্ধ হয়ে ঘরেই মারা যান।
এদিকে উপজেলা প্রশাসন হতে নিহত আবু তাহের এর পরিবারের সদস্যদের মাঝে নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল এবং ২টি কম্বল বিতরণ করা হয়।।