সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ অর্জন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৩৪:৫৪ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ১০:৪১:১১  |  ৮১৪

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে জেলায় দিনব্যাপি রোভার স্কাউট সদস্যদের দক্ষতা অর্জন পারদর্শিতা ব্যাজ কোর্স সম্পন্ন হয়েছে। 

 

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে জেলা স্কাউট ভবনের হলরুমে খাগড়াছড়ি জেলা রোভারের আয়োজনে দিনব্যাপি এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়

 

দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন

 

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্কাউটের সম্পাদক দয়া শান্তি চাকমা, জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কিউট চাকামা, খাগড়াছড়ি জেলা রোভারের গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমূখ

 

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্যাজ রোভার সদস্যদের যোগ্যতা কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ। নাগরিকত্বের গুনাবলী উন্নয়ন, চরিত্র উন্নয়ন, শিশু- কিশোর যুবকদের বয়স অনুযায়ী তাদের কর্মদক্ষতা বাড়াতে ব্যাজ অর্জন অত্যন্ত সহায়ক হবে।

 

খাগড়াছড়ি জেলা রোভারের বিভিন্ন ইউনিটের ৬০ জন রোভার স্কাউট গার্ল ইন রোভার স্কাউট সদস্য  এতে অংশগ্রহন করে। রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী রোভার প্রশিক্ষণার্থীরা ৪টি স্তর ৬টি পারদর্শিতা ব্যাজের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে

 

দিনব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions