সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

রাপাজেপ চেয়ারম্যানের পিতা কং জু প্রু চৌধুরী আর নেই

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৩৬:৩৪ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৬:২০:০২  |  ৬৭৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর পিতা কং জু প্রু চৌধুরী আর নেই। ৮৩ বছর বয়সে কাউখালীর বেতবুনিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি কয়েক বছর ধরে ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে যান।

পারিবারি সুত্রে জানা গেছে, প্রয়াত কং জু প্রু চৌধুরী কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি হেডম্যানের দায়িত্ব পালন করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর পিতা কং জু প্রু চৌধুরীর মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এছাড়া পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম পরিবার থেকেও শোক প্রকাশ করা হয় ও শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions