সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লংগদুতে আ'লীগের শান্তি সমাবেশ

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:৩৬:১৬ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৬:১৯:৩৮  |  ৬০৪

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)বিএনপি-জামায়েতের নৈরাজ্য আগুন সন্ত্রাসের প্রতিবাদে লংগদু উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে এই শান্তি সমাবেশ করেছে লংগদু ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

 

এসময় দলীয় কার্যালয় হতে একটি র‌্যালি বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়

 

সভায় লংগদু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোন্তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু

 

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ চান মিয়া, ভাসান্যাদম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ

 

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আসমা বেগম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

বক্তারা জানান, বিএনপি-জামাত যেন কোনো আগুন সন্ত্রাসের নামে নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমাদের এই শান্তি সমাবেশ। কেন্দ্র ঘোষিত সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আজকের এই শান্তি মিছিল সমাবেশ

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions