সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:২০:০১ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৬:১৯:৩০  |  ৫০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে রাঙামাটিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসুচী ও লিফলেট বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ পদযাত্রার সময় দশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, এই সরকার দুর্নীতি করতে করতে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে, তাই মানুষের পকেট কাটার জন্য জিনিস পত্রের দাম গণহারে বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমুল্যর উর্ধ্বগতির কারনে মানুষ এখন নিয়মিত খেতে পায় না। মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ।

তারা আরো বলেন, এই সরকার ভোট চোর, তাই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।

নেতৃবৃন্দ সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবি জানান।  

এদিকে একই দাবিতে জেলার দশ উপজেলার বিভিণ্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions