সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। মাঘের শেষে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে রাঙামাটির লংগদুতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের কষ্টে পড়েছে। তাদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার মাইনীমূখ ও লংগদু ইউনিয়ন সহ মোট ৭টি ইউনিয়নে পাহাড়ি-বাঙালিদের মাঝে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় শীতার্তদের মাঝে প্রায় ৬ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মাইনীমূখ ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশীদ, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম, ছাত্রনেতা খালিদ রেজা প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে, উপজেলার কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে বিতরণ চলবে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পার্বত্য জেলা পাহাড়ি ও বাঙালীদের অধিকার রক্ষার জন্য কাজ করে। পূর্বেও লড়াই সংগ্রাম ও দুর্যোগের সময় পাহাড়ি ও বাঙালীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমনকি দুর্যোগ মোকাবিলায় সরকারের সাথে আর্ত-মানবতার সেবায় এক সাথে কাজ করে যাবে বলে তারা জানান।
শেষে নেতৃবৃন্দ উপজেলার ইসলামাবাদ মানারুল উলুম মাদ্রাসায় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে পাশে থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন।