শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:১৭:২৮ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৫:৫৫  |  ৬৫৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পথে আনা ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারার বুদংপাড়ায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

 

পুলিশ জানায়, জব্দ হওয়া মালামালের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ শাড়ি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় পণ্য এনে শুল্ক ফাঁকি দিয়ে চক্রটি দেশীয় বাজারে পণ্য গুলো সরবরাহ করার অভিযোগ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলেও পুলিশ যাওয়ার পর অভিযুক্তরা পালিয়ে যায়। 

 

গুইমারা থানার ওসি মুহম্মদ রশীদ জানান, ভারতীয় পণ্য জব্দের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions