শীতে ফুটপাতের কাপড়েই নিম্ন মধ্যবিত্তের স্বস্তি
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৪:১৩
| আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৬:০৩
|
৫০৪
চলতি মাঘ মাসের শীতের তীব্রতা বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির অল্প আয়ের মানুষগুলো। তাই শীতের তীব্রতা ঠেকানোর জন্য তারা ঝুঁকছে শহরের বাজারে ভ্যান ও ফুটপাতের উপর বিক্রি করা গরম কাপড়ের দিকে। শৈত্যপ্রবাহের কারণে রাঙামাটির বিভিন্ন স্থানে ভ্যান অথবা ফুটপাতে গরম কাপড় বিক্রির ব্যবসাটা বেশ জমেই উঠেছে। শহরের টিএন্ডটি এলাকা, বনরুপা, রিজার্ভবাজার, তবলছড়ি বাজার’সহ বিভিন্ন ফটকে ঘুরে দেখা যায়, ফুটপাতের উপর পুরাতন ও নতুন কাপড় বিক্রি করার ধুপ পড়েছে। বিশেষ করে এর ক্রেতা হচ্ছে নিম্ন্ন আয়ের পরিবারগুলো। শুধু নিম্নবর্তী নয় সেই সাথে মধ্যবিত্ত পরিবারের লোকজনদের চোখ থাকে ফুটপাতের উপর বিক্রি করা কাপড়গুলোর উপর। ফুটপাতের উপর বিক্রি করা কাপড়ের চাহিদার বৃদ্ধির কারণে অনেকে স্বাবলম্বী হয়েছে এই সেক্টরের ব্যবসায়ীরাও। ছবিটি রাঙামাটির তবলছড়ি বাজার এলাকা থেকে তোলা।
ছবি ও প্রতিবেদন - লিটন শীল। ২৮ জানুয়ারি ২০২৩ইং