শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৩ ০৫:০৬:৩০ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৮:২০:০৩  |  ৫৯৪

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে লংগদু উপজেলা বিএনপি


সোমবার( ২৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অঙ্গসহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক দেবমতি চাকমা সহ উপজেলা বিএনপির সিঃ যুগ্ন সম্পাদক এম হালিম, মোঃ, সৈয়দ ইউনুছ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ


বিতরণকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ১০ কেজি চাল, কেজি ডাল, কেজি চিনি, লিটার তৈল, কেজি আলু, কেজি লবণ, কেজি আটা, কেজি পিঁয়াজ ইত্যাদি

 

উল্লেখ্য গত ২১জানুয়ারি সন্ধ্যা টার সময় অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৩কোটি টাকা তারই প্রেক্ষিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions