শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে লংগদু জোনের সমন্বয় সভা

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৩ ০৩:৩৪:৫৮ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৬:১৩:৩৭  |  ৫৬৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)লংগদুর বাইট্টাপাড়া বাজারে অনাকাঙ্খিত অগ্নিকান্ড প্রতিরোধে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে লংগদু জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

 

সমন্বয় সভার প্রধান ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ হিমেল মিয়া পিএসসি

 

এসময় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, থানার তদন্ত (ওসি) সানজিদ আহমেদ, লংগদু জোনের আরএমও যোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাইট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সোহরাব সহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন

 

সমন্বয় সভায় বিভিন্ন বিষয়ে কথা বলেন, বাইট্টাপাড়া বাজার কমিটির সাবেক সভাপতি রাকিব হাসান ক্ষতিগ্রস্তদের মধ্য মুসলিম উদ্দিন জহির উদ্দিন সহ অনেকে

 

জোন অধিনায়ক হিমেল বলেন, অনাকাঙ্খিত এই অগ্নিকান্ড প্রতিরোধে স্থানীয়দের আরো অনেক বেশি সচেতন হতে হবে। অগ্নিনির্বাপক সহ পানির যথেষ্ট ব্যবস্থা রাখবে হবে। প্রয়োজনে জোন কর্তৃক অগ্নিনির্বাপন (মহড়া) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আরো বলেন, পরবর্তীতে উপজেলা প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান

 

উল্লেখ্য যে, গতকাল ২১ জানুয়ারি (শনিবার) বাইট্টাপাড়া বাজারে অগ্নিসংযোগের ফলে ৩১টি দোকান পুড়ে প্রায় সাড়ে ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions