আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে
বিজিবি'র ১৬ সদস্যের প্রতিনিধি দলের
নেতৃত্ব দেন,
গুইমারা বিজিবি
সেক্টরের কমান্ডার কর্ণেল
মো.
আব্দুল
মালেক
এবং
বিএসএফ'র ১৪ সদস্যের প্রতিনিধি দলের
নেতৃত্বে ছিলেন
বিএসএফ
উদয়পুর
সেক্টরের কমান্ডার ডিআইজি
শেখর
গুপ্ত।
বৈঠকে
ভারতের
বাঁধার
মুখে
রামগড়
সরকারি
উচ্চ
বিদ্যালয়ের নির্মাণ কাজ
বন্ধ
থাকায়
অচলাবস্থা নিরসনে
প্রতিনিধি দলের
দৃষ্টি
আকর্ষণ
করা
হয়।
এ
সময়
সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশসহ সকল
ধরণের
অপরাধ
বন্ধে
যৌথ
ভাবে
কাজ
করবে
বলে
আলোচনা
হয়
বিজিবি-বিএসএফ'র কমান্ডার পর্যায়ের বৈঠকে।
বৈঠকে
৪৩
বিজিবি
রামগড়
জোন
অধিনায়ক লে.
কর্ণেল
মো.
হাফিজুর রহমান,
৪০
বিজিবি'র অধিনায়ক লে.
কর্ণেল
মো.
সোহেল
আহমদ,
২৩
বিজিবির অধিনায়ক লে.
কর্ণেল
এবি
এম
জাহিদুল করিম
ও
৯৬
বিএসএফ
এর
ভারপ্রাপ্ত কমান্ডার রাজ
পাল
সিং,
উদয়পুর
বিএসএফ
সেক্টরের ডেপুটি
কমান্ডার অম্রিত
কুমার,
ডেপুটি
কমান্ডার নিতিন
রানা
অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন।