কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা এথ্যালেটিক্স গেমস আয়োজক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ।
সভায় জানানো হয় উপজেলা পর্যায়ে ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই এথ্যালেটিক্স প্রতিযোগীতা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ১লা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগীতা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষে সকলের সহযোগীতা কামনা করা হয়।