সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা এথ্যালেটিক্স গেমস আয়োজক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ।
সভায় জানানো হয় উপজেলা পর্যায়ে ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই এথ্যালেটিক্স প্রতিযোগীতা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ১লা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগীতা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষে সকলের সহযোগীতা কামনা করা হয়।