আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আগামীকাল রোববার ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে’ গতকাল (শুক্রবার) খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে উক্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে অংগ্য মারমা আগামীকালের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহে কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।