আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম শহরের অক্সিজেনস্থ পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুজাহিদুল ইসলাম বাতেনকে সভাপতি, খোসাল খানকে সহ-সভাপতি, এমএ আমিনকে সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রামে অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মজিবর রহমান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ড. তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ ইউনুচ, আন্তর্জাতিক ইসালামী বিশ্ববিদ্যালয়ের কুরানিক সাইন্স বিভাগের অধ্যাপক ড. আলী হোসেন, অধ্যাপক মাহফুজ, অধ্যাপক সিরাজুল ইসলাম, পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সহ সভাপতি অধ্যাপক আবু তাহের সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।