সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কোতোয়ালি থানা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম এবং থানার ওসি আরিফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় অতিথিরা বলেন, সারাদেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাতেও শীতের তীব্রতা বাড়ছে। অসহায় ও দুস্থ মানুষেরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তাই শীতার্ত ও দুস্থ মানুষের পাশে থাকার জন্য আমার এই প্রচেষ্টা।
অনুষ্ঠানে ৪০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।