সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় 'পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে' (পিএসটিএস) প্রশিক্ষণকালে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পিএসটিএস প্রশিক্ষণকেন্দ্রেই এ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ তিন কনস্টেবল হলেন- সুমন, অভি বড়ুয়া ও মিনু আরা। । দুর্ঘটনার পর তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, বেতবুনিয়ায় প্রশিক্ষণকালে এক নারী পুলিশ সদস্যের অসাবধানতার কারণে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনজনই সুস্থ আছেন। ঘটনা এত বড় নয় বলেও জানান এসপি।