রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

কাপ্তাই - আসামবস্তী সড়কে হাতির আক্রমনে আহত ১

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৯:০৪:৫৯ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:২৪:২৪  |  ৬৪৪

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি)রাঙামাটির কাপ্তাই- আসামবস্তী সড়কের রাঙামাটি সদর উপজেলার  উপজেলার জীবতলি  কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমনে জন গুরুতর আহত হয়েছে আহত ব্যাক্তির নাম আদর কুমার চাকমা (৩৫)  রোববার ( জানুয়ারী) বিকাল ৪টার দিকে এঘটনা ঘটে 

 

ঘটনাস্থলে থাকা আদর কুমার চাকমার ভাগিনা নিপন চাকমা প্রতিবদেককে জানান, কামিলাছড়িতে বসবাসরত আমার মামা আদর চাকমার বাড়িতে বন্যহাতির আক্রমন করেছে খবরটি পেয়ে আমরা দ্রুত ছুটে যায় পরে ঘটনাস্থলে গেলে আমার মামা আদর চাকমা একাই হাতিদের তাড়াতে এগিয়ে যান একপর্যায়ে বন্যহাতির কবলে পড়েন তিনি আমরা দ্রুত তাকে বাঁচাকে সক্ষম হলেও বন্যহাতির আক্রমনে তার বাম হাতে ব্যাপক জখম হয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি


এদিকে ঘটনার পর আহত আদর কুমার চাকমাকে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা এই প্রতিবেদকে জানান, বন্যহাতির আক্রমনে আদর কুমার চাকমার বাম হাতে ব্যাপক জখম হয়েছে আমরা এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত বলতে পারবো তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions