সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মাঝির টিলা নামক স্থানে বিস্ফোররে ঘটনায় বাবা-ছেলের নিহতের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত বাবার নাম ইসমাইল মিয়া(৪৫) ও ছেলে রিফাত (০৭)। এতে বিস্ফোরণে নিহত ইসলাম মিয়ার স্ত্রী সখিনা বেগম(৩৫) গুরুত্বর আহত হয়েছেন। তবে কিসের বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের হ্রদ সংলগ্ন এলকার বাদশা মাঝির টিলা নামক স্থানে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে দেখতে বাবা-ছেলেসহ তিন জন আহত অবস্থা মাটিতে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে কর্তব্যরত চিকিৎসক ইসলাম মিয়া ও রিফাতকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। বিস্ফোরণে কারণ জানতে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। নিহত ইসলাম মিয়া পেশায় একজন নৌকা মাঝি।
এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বাবা-ছেলে নিজহত হয়েছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে, আজ রোববার আশপাশ থেকে বাবা-ছেলে লোহা লংকর কুড়িয়ে বাসায় নিয়ে যায়। সেই লোহা লংকরের অবিস্ফোরিত গ্রেনেড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ অমর ফারুক রনি জানান, তিন জনকে গুরুত্বর আহত অবস্থায় স্বাস্থ্য নিয়ে আসার পথে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে অপর গুরুত্বর আহত সখিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জসীম উদ্দীন বিস্ফেরণে দুজন নিহত হওয়ার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত স্থানটি ঘিরে রেখেছে। বিস্ফোরণের কারণ খুটিয়ে দেখতে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। তারা সেখানে গেলে ফিলে আসলে কি কারণে বিস্ফোরণে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা সম্ভব হবে।