রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে বনভান্তের ১০৪ তম জন্ম দিবস পালন

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২২:০২ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৪৪:৫২  |  ৬৬৪
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। নানান আয়োজনর মধ্য দিয়ে আজ রোববার দেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪ তম জন্ম দিবস উদযাপিত হয়েছে।

জন্ম দিবস উপলক্ষে গতকাল  রোববার ভোরে রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ধর্মদেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির প্রমূখ। বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকতু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মস্বিপন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন রাজ বনবিহার পচিালনা কমিটির সাধারন সাধারন সম্পাদক অমিয় খীসা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা।

এর আগে বুদ্ধ পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দানসহনানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয় পুরো বিহার প্রাঙ্গণ। বিহারে সংরক্ষিত বনভান্তের দেহধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান ভিক্ষুসংঘসহ হাজারও বৌদ্ধ পুণ্যার্থী। এতে ভক্তির শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ছেয়ে যায় বনভান্তের দেহধাতু।

এদিকে বনভান্তের জন্ম দিন উপলক্ষে ভোর ৬টায় রাঙামাটি রাজবন বিহার দেশনালয়ে ১০৪ পাউন্ডের ওজনের কেক কাটা হয়। এরপর ফেস্টুন ও  রঙ-বেরঙের বেলুন উড়ানো হয়।সকালের দিকে শত শত ভক্ত ও পূর্নার্থীরা বিশেষ কফিনে রাখা বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  
উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।  বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।




রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions