খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ক্রিকেট টিমের জার্সি উন্মোচন বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর মুখপাত্র হলেন লুৎফুর রহমান (উজ্জ্বল) রাঙামাটির রাজস্থলীতে দুইটি ইটভাটা বন্ধ, ১ লাখ টাকা জরিমানা পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা ও স্থানীয়দের সাথে প্রীতিভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জুরাছড়ি- মৈদং ইউনিয়নের আমতলা এলাকায় জুরাছড়ি সেনাবাহিনীর অদ্বিতীয় দুই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি দিকনির্দেশনায় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক নেতৃত্বে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় ।
এ সময় ৮৩ জন শিশু, বৃদ্ধ ও নারীকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান করা হয়। পরে এলাকাবাসীদে সাথে সম্প্রীতি ভোজন আয়োজন করা হয়।
জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনা বাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সন্ত্রাসী দল অবৈধ অস্ত্র ঝনঝানি, চাঁদাবাজি, নিরিহ পাহাড়িদের অপহৃরণের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ জনগোষ্ঠীর জীবন দুর্বিষহ করে তুলেছে। তাদের প্রতিরোধে সামাজিক ভাবে গণ সচেতনতা জাগরণ তৈরী করে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।