সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে ফের পর্যটকবাহী পিকআপ দুর্ঘটনায় ৪ পর্যটক আহত হয়েছেন। সোমবার দুপুরে দীঘিনালা-সাজেক সড়কের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে খাগড়াছড়ি থেকে পর্যটক নিয়ে সাজেক যাওয়ার পথে বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে ৪ জন আহত হয়। আহতদের মধ্যে জুবেদা বেগম নামে এক নারীকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে সাজেক ঘুরতে যাচ্ছিলেন আহতরা।
পর্যটকবাহী পিকআপ ও জীপগাড়ির বেপরোয়া গতিতে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই সড়ক। অদক্ষ চালক ও ফিটনেস বিহীন পরিবহনের দৌরাত্ম্য বাড়লেও সংশ্লিষ্ট কারও কোন হস্তক্ষেপ নেই। গেল শুক্রবার সড়ক সড়কে জীপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন।